ঢাকা: বেলজিয়ামে বসবাসরত শিশু-কিশোর এবং বাংলাদেশ কম্যুনিটির সদস্যদের অংশগ্রহণে ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস শেখ রাসেল দিবস উদযাপন করেছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) ব্রাসেলসের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
শেখ রাসেল দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা ছিল অনুষ্ঠানের অন্যতম কেন্দ্রবিন্দু। এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ কম্যুনিটির সদস্যরা অংশ নেন।
রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল ছিলেন ‘বঙ্গবন্ধুর ক্ষুদ্র সংস্করণ’। চলনে-বলনে শেখ রাসেলের যে গুণাবলী প্রকাশিত হয়েছিল, তিনি বেঁচে থাকলে আজ একটি উজ্জ্বল নক্ষত্রে পরিণত হতেন।
দেশে-বিদেশে কোমলমতি বাঙালি শিশু-কিশোররা শেখ রাসেলের ঈর্ষণীয় ব্যক্তিত্ব অনুসরণ করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাণ্ডারি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কম্যুনিটির সদস্যরা তাদের আলোচনাকালে ছোট শিশু শেখ রাসেলের সংক্ষিপ্ত জীবনের নানা দিক তুলে ধরেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামীর শিশু-কিশোরদের মধ্যে শেখ রাসেলের দৃঢ় ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস প্রোথিত হবে।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ শেখ রাসেল ও ১৯৭৫-এর ১৫ আগস্টে শহীদ সবার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয়। এরপর শেখ রাসেলের ওপর নির্মিত তিনটি সংক্ষিপ্ত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এর আগে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ দূতাবাস প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
অনুষ্ঠানের শেষে শহীদ শেখ রাসেল এবং তার পরিবারের সব শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা এবং পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। স্থানীয় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানটি সবার অংশগ্রহণে দূতাবাস প্রাঙ্গণে আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
টি আর/এসআই