গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার জরুন এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম জানান, সকালে জরুন এলাকায় হায়দার আলীর টিনশেডের ঝুট গুদামে আগুন লাগে। এ সময় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ঝুট ও গুদাম পুড়ে যায়। আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
আরএস/আরবি