বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় পিকআপভ্যান চাপায় মহিদ ডাকুয়া (৪০) নামে ব্যাটারিচালিত ইজিবাইক চালক নিহত হয়েছেন।
সোমবার (১৮ অক্টোবর) রাতে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের কচুয়া উপজেলার দোবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় লিটু খান (৩০) এবং হাসান হাওলাদার (৩০) নামের ইজিবাইকের দুই যাত্রী আহত হয়েছেন। গুরুত্বর অবস্থায় আহতদের খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মহিদ ডাকুয়া কচুয়া উপজেলার পালপাড়া গ্রামের এশারাত ডাকুয়ার ছেলে। সে বাগেরহাট থেকে সাইনবোর্ড ও বাগেরহাট শহরে ইজিবাইক চালাতেন। আহতদের বাড়ি বাগেরহাট শহরের সোনাতলা এলাকায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি ইজিবাইক চালক ডাকুয়া দুইজন যাত্রী নিয়ে বাগেরহাটের দিকে যাচ্ছিলেন। দোবাড়িয়া নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছ বোঝাই একটি মিনি পিকআপভ্যান চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইক চালক মারা যান। পিকআপভ্যানটি এখনও ঘটনাস্থলে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এনএইচআর