ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া: দেশে নিষিদ্ধ মাদকদ্রব্যের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শহর থেকে গ্রামাঞ্চল—সবখানেই এখন হাতের নাগালে পাওয়া যায় মাদক।

মাদকের আগ্রাসন থেকে মুক্ত নয় ব্রাহ্মণবাড়িয়ার পাড়া-মহল্লা, অলি-গলিও।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে ভোলাচং স্কুল মাঠে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

রামরাইল ইউপির চেয়ারম্যান শাহাদত খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গণপরিষদ সদস্য আবুল কালাম ভূঁইয়া, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান এম এ এই মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন রামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত আলী হাজারী।

বক্তারা বলেন, সন্তানদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে। গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।