ঢাকা, বুধবার, ৭ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে পুকুরপাড়ে এক ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
নরসিংদীতে পুকুরপাড়ে এক ব্যক্তির
মরদেহ

নরসিংদী: নরসিংদী শহরের বানিয়াছল এলাকার একটি পুকুরের পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পুকুরপাড়ে মরদেহটি দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। তার মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছি।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।