ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হওয়া স্বপন মিয়া (২৪) নামে এক যুবকের পেট থেকে এক হাজার ৯শ ৫০ পিস ইয়াবার বড়ি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, সোমবার (১৮ অক্টোবর) দিনগত রাতে বিমানবন্দরে সন্দেহজনক ঘোরাঘুরির সময় এপিবিএন সদস্যেরা স্বপনকে আটক করে।
পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি পাকস্থলীতে ইয়াবা বহন করছেন। এই তথ্য পাওয়ার পরে তাকে নিকটস্থ হাসপাতালে এক্স-রে পরীক্ষা করলে ইয়াবার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পরবর্তীতে প্রাকৃতিক কার্যের মাধ্যমে তার পাকস্থলী থেকে একে একে ৪০টি ক্যাপসুল বের করে দেন অভিযুক্ত স্বপন। এই ক্যাপসুলগুলো থেকে সর্বমোট ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক স্বপন মিয়ার বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
পিএম/এএটি