ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে রেল লাইনে এক ব্যক্তির মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
ফেনীতে রেল লাইনে এক ব্যক্তির মরদেহ ছবি: প্রতীকী

ফেনী: ফেনীতে রেল লাইন থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেল সড়কের ফতেহপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফেনীস্থ জিআরপি পুলিশের ইনচার্জ মো সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সেটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠাই। ধারণা করা হচ্ছে পাহাড়িকা ট্রেনের ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে।

নিহতের নাম পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এসএইচডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।