গোপালগঞ্জ: গোপালগঞ্জে পিকআপভ্যান ও নসিমনের মধ্যে সংঘর্ষে দুই মৎস্যজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর একজন।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের রমেশ বিশ্বাসের ছেলে মঙ্গল বিশ্বাস (৩০) ও আক্কাস সরদারের ছেলে লিমন সরদার (২৪)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, মঙ্গল ও লিমন নিজামকান্দির তালতলা এলাকায় মাছ ধরে নসিমনে করে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া হাটে বিক্রি করতে যাচ্ছিলেন। পথে টেকেরহাট সড়ক থেকে পল্লী বিদ্যুৎ মোড় দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার সময় গোপালগঞ্জগামী একটি পিকআপভ্যানের সঙ্গে নসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মঙ্গল বিশ্বাস মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় লিমন সরদারকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জোবায়ের মোল্লা (২৬) নামে অপর একজন আহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
আরএ