ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শিক্ষামন্ত্রীর নামে উপবৃত্তি! প্রতারিত হবেন না

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
শিক্ষামন্ত্রীর নামে উপবৃত্তি! প্রতারিত হবেন না

ঢাকা: শিক্ষামন্ত্রী ড. দীপু মনির নামে উপবৃত্তি দেওয়ার নাম করে অভিভাবকদের মোবাইলফোনে পাঠানো এসএমএসের বিষয়ে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, শিক্ষামন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণার অভিনব ফাঁদ পাতা হয়েছে।

 

অভিভাবকদের কাছে পাঠানো এসএমএসে বলা হয়, প্রিয় শিক্ষার্থী, Coronavirus (Covid-19) এর কারণে তোমাদের উপবৃত্তির ৪২০০ টাকা দেওয়া হচ্ছে। টাকা গ্রহণের জন্য নিম্নোক্ত শিক্ষা বোর্ডের নম্বরে যোগাযোগ করুন। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। '

'মোবাঃ ০১৬২৫০৪৭৫৮০, গোপন নম্বরঃ ১৯৫৮,
শিক্ষামন্ত্রী ডঃ দীপু মনি'

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বাংলানিউজকে বলেন, গত কিছু দিন ধরে এমন এসএমএস পাঠানো হচ্ছে।  

এমন এসএমএসে অভিভাবকদের প্রতারিত না হওয়ার অনুরোধ করে তিনি বলেন, প্রতারকরা শিক্ষামন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণার অভিনব ফাঁদ পেতেছে। সবাই সতর্ক হউন, নিরাপদ থাকুন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।