ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে এলো নাডা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে এলো নাডা

ঢাকা: জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমিকে (নাডা) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) নাডাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধস্তন দপ্তর হিসেবে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৪ আগস্টের প্রজ্ঞাপন অনুযায়ী পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নাধীন ‘জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি’র প্রশাসনিক ও আর্থিক নিয়ন্ত্রণ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ন্যস্ত হওয়ায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে নাডাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধস্তর দপ্তর হিসেবে অন্তর্ভুক্ত করা হলো।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।