ঢাকা: সাগরে বায়ুচাপের তারতম্যে পার্থক্য হ্রাস পাওয়ায় শঙ্কা কেটেছে সামুদ্রিক ঝড়ের। ফলে দেশের সব সমুদ্রবন্দর থেকে তিন নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ফেলা হয়েছে।
এদিকে গত দুই দিনের বৃষ্টিপাতের প্রবণতা আগামী দুই দিনে ক্রমান্বয়ে কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মধ্য প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপ বর্তমানে মধ্য উত্তর প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
ঢাকা আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের অন্যত্র সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারী থেকে দুর্বল অবস্থায় রয়েছে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫কি.মি.; যা দমকা আকারে ঘণ্টায় ৩০ কি.মি. পর্যন্ত বাড়তে পারে।
মনোনয়ার হোসেন আরও জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা না থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে ২০ অক্টোবর সকাল পর্যন্ত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মোংলায় ১১৯ মিলিমিটার। এ সময় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২০ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ সময়: ১৯৫১ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
ইইউডি/এমএমজেড