ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পল্টনে ভ্যানের ঝুপড়িতে অজ্ঞাতনামার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
পল্টনে ভ্যানের ঝুপড়িতে অজ্ঞাতনামার মৃত্যু

ঢাকা: রাজধানীর পল্টন মোড় এলাকায় ঝুপড়ি ঘর থেকে একব্যক্তির মরদেহ উদ্ধার  করেছে পুলিশ। তার আনুমানিক বয়স (৫৫)।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পল্টন মোড়ে ইব্রাহিম ম্যানসন মরনচাঁদ মিস্টির দোকানের পাশে রাস্তায় থাকা একটি ভ্যানের উপরে ঝুপড়ি ঘড় থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

ডিএমপির পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ মাতুব্বর জানান, ওই ব্যক্তি  দীর্ঘদিন ধরে সেখানেই থাকতেন। পাশাপাশি মানুষের কাছে চেয়ে খেতেন। ধারনা করা হচ্ছে অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়েছে।   তবে তার নাম-ঠিকানা কেউ জানাতে পারেনি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তর জন্য রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর, ২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।