ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে হলের অষ্টম তলার বন্ধ একটি রুমে আগুনের সূত্রপাত হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন হলের আবাসিক শিক্ষক ড. মহসিনা আক্তার খানম।
তিনি বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সাত মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের একটি কক্ষে অগ্নিকাণ্ডের সংবাদ পাই। আমাদের দুটি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে।
তিনি আরও জানান, শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, তবে তেমন বড় কোনো ঘটনা ঘটেনি। আমাদের ইউনিট সেখানে কাজ করছে। বিস্তারিত এখনো জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এসকেবি/এজেডেএস/এমজেএফ