ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয়ে প্রতারণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয়ে প্রতারণা আটক প্রতারক রাসেল গোলন্দাজ

ময়মনসিংহ: ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বাণিজ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় মো: রাসেল গোলন্দাজ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শালটিয়া ইউনিয়নের মৃত আব্দুল খালেক গোলন্দাজের ছেলে।

 

মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ‍্যায় তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে এ তথ‍্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (২০ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।  

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো: হাফিজুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে পাসপোর্ট অফিসে এসে ওই প্রতারক নিজেকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত কর্মকর্তা পরিচয় দিয়ে দুই ব্যক্তির পাসপোর্ট করে দেওয়ার জন্য সুপারিশ করে।  

এ সময় তার কথাবার্তায় অসংলগ্ন মনে হলে বাণিজ্য মন্ত্রণালয়ে যোগযোগ করে জানতে পারি রাসেল গোলন্দাজ একজন প্রতারক।

পরে ওই যুবককে আটক করে তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র এবং ভারতীয় হাই কমিশনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসায়ীর আইডি কার্ড উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।