ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জান্নাতুল মাওয়া (৪) নামে এক শিশুকন্যাকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার লালপুর ইউনিয়নের চেঙ্গামুড়া গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে স্থানীয় লোকজন নিহত শিশু জান্নাতের মরেদহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর চেঙ্গামুড়া গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে কবির হোসেন বিগত দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রীকে তালাক দেন। এর পর থেকে কবিরের মেয়ে জান্নাত দাদা দাদির কাছেই পালিত হয়ে আসছিল। এরমধ্যে কবির নরসিংদী জেলার সওদাগরকান্দি গ্রামের রেহানাকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকে রেহানা জান্নাতের সঙ্গে রুঢ় আচরণ করে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকালে জান্নাতের দাদা দাদি বাড়িতে না থাকায় রেহানা জান্নাত ও তার নিজের ১০ মাস বয়সী মেয়েকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। কিন্তু পুকুর থেকে উঠে আসার সময় রেহানা শুধু তার নিজের মেয়েকে নিয়ে উঠলে প্রত্যক্ষদর্শী লোকজনের সন্দেহ হয়। পরে তারা রেহেনাকে জিজ্ঞাসাবাদে জানতে পারে জান্নাত পানিতে ডুবে গেছে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করে জান্নাতের মরদেহ উদ্ধার করে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুটির সৎ মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলােদশ সময়: ০৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
আরএ