ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গুদামে পুড়লো ৯০০ মণ পাট!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
গাজীপুরে গুদামে পুড়লো ৯০০ মণ পাট!

ঢাকা: গাজীপুরের কালীগঞ্জে একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিপুল পরিমাণ পাটসহ গুদামঘরটি পুড়ে গেছে।

বুধবার (২০ অক্টোবর) ভোর সোয়া পাঁচটার দিকে উপজেলার জামালপুর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

এ দুর্ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে গুদামের মালিক মো. মোহসীনের দাবি, গুদামে ৯০০ মণ পাট ছিল। পাট পুড়ে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে পাটের গুদামের আধা পাকা ঘরটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এরপর প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শামীম ভূঁইয়া বলেন, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।