ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে দেয়ালচাপায় এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
ফরিদপুরে দেয়ালচাপায় এক ব্যক্তির মৃত্যু

ফরিদপুর: ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুরের পালপাড়ায় দেয়ালচাপা পড়ে মো. ইকবাল (৪১) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

ইকবাল ফরিদপুর জেনারেল হাসপাতালে আউট সোর্সিং হিসেবে কাজ করতেন। তার বাড়ি যশোর জেলায়।

বুধবার (২০ অক্টোবর) দুপুরে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) কবির মোল্লা বাংলানিউজকে জানান, ইকবাল শহরের গুহলক্ষীপুরের পাল পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার রাতে সাইকেল চালিয়ে বাসায় ফেরার সময় প্রতিবেশীর পুরাতন দেয়াল তার ওপর ভেঙে পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।