ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

লাকসামে ২১৭ ট্রেন যাত্রীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
লাকসামে ২১৭ ট্রেন যাত্রীকে জরিমানা

কুমিল্লা: কুমিল্লার লাকসামে বিনাটিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ২১৭ যাত্রীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) দিনব্যাপী বিভিন্ন ট্রেনে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, বাংলাদেশ রেলওয়ের রাজস্ব বাড়াতে এবং টিকিটবিহীন ট্রেন ভ্রমণ প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পূর্বাঞ্চল রেলওয়ের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব‍্যবস্থাপক তারেক মো. সামস্ তুষারের নেতৃত্বে মঙ্গলবার দিনব‍্যাপী লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে বিভিন্ন ট্রেনে অভিযান চালানো হয়। এসময় বিনা টিকিটে ভ্রমণের অপরাধে ২১৭ জন যাত্রীর কাছ থেকে ৩৩ হাজার ৭৪০ টাকা ভাড়া এবং ২৫ হাজার ৮৫০ টাকা জরিমানাসহ ৫৯ হাজার ৫৯০ টাকা রাজস্ব আদায় করে রেলওয়ে ভ্রাম‍্যমাণ আদালত।

এসময় উপস্থিত ছিলেন- পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. আনসার আলী, ডিএসটিই জাহেদ আরেফিন পাটোয়ারী, ডিইএন-১ আবদুল হানিফ, জেআরআই ড. মো. আমিনুল ইসলাম প্রমুখ।

বিষয়টি নিশ্চিত করে বুধবার সকালে রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক ব্যবস্থাপক আনসার আলী জানান, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অন্যান্য সময় কম সংখ্যক কর্মকর্তা অভিযান পরিচালনা করেছেন, গতকাল বেশি সংখ্যক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

যাত্রীদের সুবিধা বিবেচনায় আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিট পুনরায় চালু হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে চালু হবে। আমরা নির্দেশনার অপেক্ষায় আছি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।