ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দুইদিন ধরে নিখোঁজ কমলনগরের দুই কিশোরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
দুইদিন ধরে নিখোঁজ কমলনগরের দুই কিশোরী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে দুই দিন থেকে নিখোঁজ রয়েছে দুই কিশোরী। পরিবারের সদস্যরা তাদের হদিস না পেয়ে কমলনগর থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

 

নিখোঁজ কিশোরীরা হলো নাজমা আক্তার (১৫) ও পপি আক্তার (১৫)। তারা দুইজন চাচাতো-জেঠাতো বোন।

নিখোঁজ নাজমা আক্তার উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডু মাঝি বাড়ির শামছুল হকের মেয়ে। সে স্থানীয় মুন্সিরহাট আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। পপি আক্তার একই বাড়ির নুরুল হকের মেয়ে।

সোমবার (১৮ অক্টোবর) ভোরে তারা নিজ বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ রয়েছে বলে তাদের পরিবার সূত্রে জানা গেছে।

পপির ভাই মো. ফারুক হোসেন আজ বুধবার সকালে (২০ অক্টোবর) বাংলানিউজকে বলেন, সোমবার (১৮ অক্টোবর) ভোরে সবার অজান্তে তারা বাড়ি থেকে বের হয়। সকালে ঘুম থেকে উঠে কেউ তাদের বাড়িতে দেখেনি। এরপর থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্নস্থানে সন্ধান করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে নিখোঁজ নাজমা আক্তারের ভাই মো. সবুজ কমলনগর থানায় একটি ডিজি করেছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বাংলানিউজকে বলেন, দুই কিশোরী কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গেছে। পরিবারের লোকজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। আমরা তাদের বিষয়ে খুঁজে বের করার চেষ্টা করছি।  

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।