রাজশাহী: রাজশাহী মহানগরীর তালাইমারী মোড় থেকে কাটাখালী বাজার পর্যন্ত ছয় লেন সড়ক নির্মাণ করা হচ্ছে।
বুধবার (২০ অক্টোবর) দুপুরে মহানগরীর চৌদ্দপায় এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
সরকারের অর্থায়নে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এই ছয় লেন সড়ক নির্মাণ হতে যাচ্ছে। নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেড।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিটি মেয়র লিটন। তিনি বলেন, ‘আজ অত্যন্ত আনন্দের দিন। কারণ তালাইমারী মোড় থেকে কাটাখালী বাজার পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ ছয় লেন সড়কের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। এমন সড়ক রাজশাহীতে প্রথম। ‘
নাগরিকদের চলাচল নির্বিঘ্ন করতে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রশস্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘শুধু মহাসড়ক নয়, মহানগরীর ৩০টি ওয়ার্ডের পাড়া-মহল্লা ও অলি-গলিতে বিভিন্ন সড়ক নির্মাণ করা হচ্ছে। এতে বাড়ি থেকে বেরিয়ে স্বচ্ছন্দে মহাসড়কে উঠতে পারবেন নাগরিকরা। এছাড়া মহানগরীতে আরও পাঁচটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। ইতোমধ্যে নকশা প্রণয়ণসহ অন্যান্য কাজ চলছে। সড়কগুলোতে স্থাপন করা হবে সড়কবাতি, উন্নয়ন করা হবে আলোকায়ন ব্যবস্থারও। ’
সিটি মেয়র বলেন, ‘রাজশাহী কৃষিপ্রধান অঞ্চল। এখানে বিপুল পরিমাণ কৃষিপণ্য উৎপাদিত হয়। এ জন্য রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা চলছে। ’
উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, চার দশমিক ১০ কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হবে ৯৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। সড়কের মাঝে থাকবে দুই মিটারের ডিভাইডার। ডিভাইডারের দুই পাশে ১০ দশমিক পাঁচ মিটারের সড়ক থাকবে। সড়কের উভয়পাশে তিন মিটার অযান্ত্রিক যানবাহন চলাচলের লেন ও উভয় পাশে তিন মিটার ফুটপাত ও ড্রেন থাকবে। সড়কটির সৌন্দর্যবর্ধনে ডিভাইডার ও সড়কের উভয় পাশে বৃক্ষরোপণ করা হবে। ’
অনুষ্ঠানে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, রাসিক সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিচালক নূর ইসলাম তুষার, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ স্থায়ী কমিটির সভাপতি, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলামসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
এসএস/এনএসআর