ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নে মৌমাছির কামড়ে মুন্নাফ মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সকালে ছাগল নিয়ে মাঠে যাওয়ার সময় মন্টু চেয়ারম্যানের পুরান বাড়ির কাছে পৌঁছালে একটি মৌমাছির ঝাঁক এসে ছাগল ও মুন্নাফকে কামড়াতে থাকে। মুন্নাফের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. বাহাউদ্দনি বলেন, এ ঘটনায় তিন জনকে কয়েকশো মৌমাছি কামড় দেয়। এক জনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।