ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় লাভলী ইয়াসমিন (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের খরমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, লাভলী তার এক আত্মীয়কে ট্রেনে তুলে দিয়ে খরমপুর এলাকায় ঘুরতে যান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালোনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
আরআইএস