ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সরকারবিরোধী পোস্ট, যুবক আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
সরকারবিরোধী পোস্ট, যুবক আটক 

 দিনাজপুর : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাটে ডিজিটাল নিরাপত্তা আইনে রুবেল মিয়া (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মামলা করলে বুধবার (২১ অক্টোবর) ভোরে ওই যুবককে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার রুবেল মিয়া প্রধান উজ্জ্বল উপজেলার কানাগাড়ি এলাকার মৃত গোফফার প্রধানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, উসকানিমূলক বক্তব্য, সরকারবিরোধী ও প্রধানমন্ত্রীর বিকৃত ছবির পোস্ট দেওয়ার অভিযোগে স্থানীয় ছাত্রলীগের সভাপতির মামলায় রুবেলকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘন্টা, অক্টোবর ২১, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।