বেনাপোল (যশোর): পবিত্র ঈদে মিলাদুনবী উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে একদিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে। এবং দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত সচল রয়েছে ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোশিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী।
এসময় তিনি জাননা, বুধবার (২০ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুনবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে একদিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। বৃহস্পতিবার ২১ (অক্টোবর) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি রপ্তানি বাণিজ্য সচল হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এনএইচআর