বরিশাল: বরিশালের মেঘনা নদী থেকে নিখোঁজের দুই দিন পর পারভেজ নামে এক কোস্টগার্ড সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, মঙ্গলবার দিনগত রাত ৫টার দিকে ওই উপজেলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে পড়ে তিনি নিখোঁজ হন।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বাংলানিউজকে জানান, মা ইলিশ রক্ষায় মৎস বিভাগ ও কোস্টগার্ডের দুটি টিম নদীতে অভিযান পরিচালনা করছিল। রাত ৫টা থেকে সাড়ে ৫টার দিকে গৌরবদী ইউনিয়নের চরকিল্লা বাজার সংলগ্ন মেঘনা নদীতে দুটি আভিযানিক বোটের মধ্যে ধাক্কা লাগে। এ সময় কোস্টগার্ডের একজন সদস্য নদীতে পড়ে যান।
কোস্টগার্ড বরিশাল স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এস এম তাহসিন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাপোক তল্লাশি চালিয়ে কোস্টগার্ড সদস্য পারভেজের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এমএস/জেডএ