ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চাল চুরিতে ধরা, লুঙ্গি রেখে পালাল ইউপি সদস্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
চাল চুরিতে ধরা, লুঙ্গি রেখে পালাল ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ার সরকারি ভাবে দরিদ্রদের জন্য দেওয়া চাল বিক্রির জন্য নেওয়ার পথে হাতেনাতে ধরা পড়ে সদর ইউনিয়নের ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি। এ সময় নিজেকে বাঁচাতে দৌড়ে পালিয়েছেন তিনি।

বুধবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে উল্লাপাড়া পৌর শহরের বাখুয়া ওয়াপদার মোড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, শফিকুল ইসলাম শফি ইউপি সদস্যের কাজের পাশাপাশি চাল ডিলারের শিপের ব্যবসা করতেন। বুধবার রাতে বড়হর ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দ হতদরিদ্রদের চাল পাচার হবে, এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় দুই সংবাদকর্মীসহ কয়েকজন বাঘুয়া ওয়াপদা মোড়ে অবস্থান নেন। রাত নয়টার দিকে চাল বাজারে নেওয়ার পথে বাঘুয়া মোড়ে ভ্যানসহ ইউপি সদস্যকে তারা ধরে ফেলেন। এ সময় ইউপি সদস্য শফিকুল ধস্তাধস্তি করে পরনের লুঙ্গি খুলে দৌড়ে পালিয়ে যান।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির আজাদ জানান, সংবাদকর্মীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৫শ’ কেজি চাল ও ইউপি সদস্যের রেখে যাওয়া লুঙ্গি-জুতা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।