ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
খুলনায় মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

খুলনা: খুলনায় মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

 মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন জেলা পিপি শেখ এনামুল হক।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ট্রাক চালক জাহাঙ্গীর আলম ও হেলপার মোস্তফা বিশ্বাস।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৮ নভেম্বর খুলনার ফুলতলা থানা এলাকার বাজারের সামনে রাস্তায় একটি ট্রাক আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই ট্রাকে তল্লাশী করে ৫০০ বোতল ফেন্সিডিলসহ ট্রাক চালক জাহাঙ্গীর আলম ও হেলপার মোস্তফা বিশ্বাসকে গ্রেফতার করা হয়। এঘটনায় ডিবির এসআই মুক্ত রায় চৌধুরী বাদী হয়ে ২৯ নভেম্বর ফুলতলা থানায় মামলা দায়ের করেন। ২০১৭সালের ৪ জানুয়ারি এসআই অঞ্জন কুমার দাস আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হওয়ায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এমআরএম/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।