ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফায়ার সার্ভিস রাজশাহীর ডিডি মমতাজ উদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
ফায়ার সার্ভিস রাজশাহীর ডিডি মমতাজ উদ্দিন ...

রাজশাহী: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগীয় সদর দফতরের উপ-পরিচালক (ডিডি) হিসেবে যোগ দিয়েছেন এ বি এম মমতাজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল থেকে তিনি নতুন কর্মস্থলে দাফতরিক কার্যক্রম শুরু করেছেন।

এ বি এম মমতাজ উদ্দিন আহমেদ ১৯৮৭ সালের ৯ নভেম্বর স্টেশন অফিসার হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিরপুরে যোগ দেন। পরে পর্যায়ক্রমে তিনি উপ-পরিচালক পদে পদোন্নতি পান। এরপর ২০১৯ সালের ১ ডিসেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল বিভাগ বরিশালের উপ-পরিচালক হিসেবে যোগ দেন।

এরপর গত ১৪ অক্টোবর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগ রাজশাহীর উপ-পরিচালক হিসেবে যোগ দেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক। এ বি এম মমতাজ উদ্দিন আহমেদ খুলনার ঝিনাইদহ জেলায় জন্ম গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।