ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মুগদা হাসপাতালের আগুনে দগ্ধ তিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
মুগদা হাসপাতালের আগুনে দগ্ধ তিন

ঢাকা: মুগদা হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ও আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরা হলেন- হাসপাতালটির আইসিইউর নার্স শাহিনা (৪০), ক্যাথ ল্যাবের নার্স মনিকা পেরেরা (৪০), নার্স রুমি খাতুন (৩১), হাসপাতালে টিকা নিতে আসা সাইদুর রহমান (২৫), টেকনিশিয়ান জহিরুল হক মজুমদার (৪৫) ও ওয়ার্ড বয় নাজমুল হাসান (২১)।

বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, দগ্ধ ও আহতদের এখানে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের শরীরে দগ্ধ ও বাকিদের শরীরে কাটা ইনজুরি রয়েছে।

তিনি আরও বলেন, যাদের শরীরে কাটা ইনজুরি তাদের আমরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।

হাসপাতালের একটি সূত্র জানায়, মোট সাতজন অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। এদের মধ্যে তিনজনকে বান ইনস্টিটিউটে রাখা হয়েছে। বাকি চারজনকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মুগদা হাসপাতালের নতুন ভবনের ছয়তলায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে বার্ন ইনস্টিটিউট ও চারজনকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

** মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউতে আগুন

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।