সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় আরিফুল ইসলাম রাহাত নামে এক কলেজ ছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে সুরমা কলেজ ফটকের ভেতরে এ ঘটনাটি ঘটে।
রাহাত দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের সোলায়মান মিয়ার ছেলে। তিনি দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের এইচএসসির ছাত্র ছিলেন।
নিহতের চাচাতো ভাই রাফি জানায়, দুপুর সাড়ে ১২টায় কোচিংয়ে যাওয়ার কথা ছিল তাদের। দুপুরে ১২টা ১০ মিনিটের দিকে মোটরসাইকেলযোগে তারা কলেজে আসেন। বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য কয়েকজনকে কল দেওয়া হলেও কেউ ফোন রিসিভ করেনি। পরে তারা দু’জন কোচিংয়ের উদ্দেশে রওয়ানা দেন। এসময় তাদের মটোরসাইকেল ওভারটেক করে আরেকটি মোটরসাইকল নিয়ে কলেজ ফটকে যায় আওয়ামী লীগ নেতা সাদি। সে আওয়ামী লীগ নেতা নিয়ন্ত্রিত কাস্মির গ্রুপ করে। কলেজের ফটকে যাওয়ার পর সাদি রাহাতকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাহাত নিহত হয়েছেন।
তিনি বলেন, গুরুতর আহত রাহাতকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১২টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।
এদিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন বলেও জানিয়েছেন ওসি।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এনইউ/এনএইচআর