ময়মনসিংহ: ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরের দিকে জেলা নগরীর কেওয়াটখালী এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ব্রহ্মপুত্র নদে মরদেহ ভাসতে দেখে থানায় দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এসআরএস