ঢাকা: ড. খলিলুর রহমানকে আরও দুই বছরের জন্য কানাডায় বাংলাদেশের হাইকমিশনার নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী তার অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৩১ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে হাইকমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
গত বছরের ১৬ আগস্ট অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা খলিলুর রহমানকে কানাডার হাইকমিশনার নিয়োগ দেওয়া হয়। চলতি বছরের ১ সেপ্টম্বর তাকে সচিব পদে পদোন্নতি দেয় সরকার।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এমআইএইচ/এমজেএফ