ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
বরগুনায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বরগুনা: স্যাম্পল ওষুধ বিক্রি, পাম্পে তেলের পরিমাণে কম দেওয়ার অপরাধে বরগুনায় দুই প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরের দিকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ উদ্যোগে জেলার আমতলি থানা ডাক্তারবাড়ী এবং আমড়াগাছিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, দোকানে স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে মেসার্স সিকদার ট্রেডার্সের মালিক মো. আনোয়ার হোসেনকে (৪৪) ৩০ হাজার এবং পাম্পে তেলের পরিমাণে কম দেওয়ার অপরাধে রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনের মালিক ইঞ্জিনিয়ার তানাল রহমান ৫০ হাজারসহ মোট ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।