ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

যুদ্ধাপরাধ মামলায় মুক্তিযোদ্ধা ভাতাভোগীসহ গ্রেফতার ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
যুদ্ধাপরাধ মামলায় মুক্তিযোদ্ধা ভাতাভোগীসহ গ্রেফতার ৩ 

ময়মনসিংহ: ময়মনসিংহে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভাতাভোগীসহ যুদ্ধাপরাধ মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২১ অক্টোবর) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন-ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের মৃত সমশের আলীর ছেলে মো. তারা মিয়া (৭০), কালিয়ান গ্রামের মৃত মেফর আলীর ছেলে মো. রুস্তম আলী (৮১)
এবং সোহাগী বাজার এলাকার মৃত হোসাইন আহম্মেদের ছেলে সৈয়দ মোস্তাফিজুর রহমান (৭২)।

গ্রেফতারকৃতদের মধ‍্যে মো. তারা মিয়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ভাতাভোগী। তিনি জালিয়াতির মাধ্যমে এ ভাতা সুবিধা নিচ্ছেন বলে জানান ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের মিয়া।

বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ময়মনসিংহ চিফ জুডিসিয়াল আদালতের কোর্ট ইন্সপেক্টর প্রসুন কান্তি দাস এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতে মোস্তাফিজুর রহমানকে নগরের এবিগুহ রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

একই অভিযোগে নিজ নিজ এলাকা থেকে মো. তারা মিয়া এবং রুস্তম আলীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া।  

পুলিশ জানায়, এ তিনজন মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, অগ্নিসংযোগের মতো অপরাধে যুক্ত ছিলেন। এ অভিযোগে মোট ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।