ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় নৌ-ডাকাতের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
মেঘনায় নৌ-ডাকাতের মরদেহ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মেঘনা নদী থেকে আইয়ুব খান (৪৫) নামে এক নৌ-ডাকাতের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।  

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত আইয়ুব খানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায়।

ভৈরব নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ভৈরব ও আশুগঞ্জ উপজেলার সীমন্তবর্তী এলাকায় মেঘনা নদীতে আইয়ুব খানের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন নৌ-পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তার নামে নৌ-ডাকাতির মামলা রয়েছে।  

ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইদুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার (২২ অক্টোবর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।