ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
স্ত্রীকে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

পিরোজপুর: পিরোজপুরে স্ত্রী তাহমিনা বেগমকে (৪৪) কুপিয়ে হত্যা করে স্বামী আব্দুস সত্তার শেখ (৫০) থানায় আত্মসমর্পণ করেছেন। ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে।

ঘাতক স্বামী ওই গ্রামের মৃত জোনাব আলী শেখের ছেলে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) গভীর রাতে স্ত্রীকে হত্যা করেন স্বামী। পরে শুক্রবার (২২ অক্টোবর) ভোরে তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় মো. কামরুজ্জামান চান সর্দার বাংলানিউজকে জানান, ঘাতক স্বামী আব্দুস সত্তার বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে না পেরে অনেকটা মানসিক ভারসম্যহীন হয়ে পড়েন। আর এ ঋণের কারণে পরিবারের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো। হয়তো এর জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে স্বামী তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন। পরে শুক্রবার ভোরে ঘাতক স্বামী তার ছোট মেয়ে সাদিয়া আক্তারকে (৬) সঙ্গে নিয়ে থানায় আত্মসমর্পণ করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের কাজ চলছে। হত্যাকারী স্বামীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।