ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার করা আরও তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
তারা হলেন- উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের প্রয়াত ইন্তাজ আলীরর ছেলে হাবিবুর রহমান মেনু মিয়া (৭৮), জাটিয়া ইউনিয়নের ফানুর গ্রামের প্রয়াত আব্দুল হামিদ ফকির ইমান আলীর ছেলে মো. আবদুল মান্নান (৯২) এবং সোহাগী ইউনিয়নের প্রয়াত আবদুল গফুরের ছেলে মো. আবদুল হান্নান (৬৮)।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
পরে শুক্রবার (২২ অক্টোবর) সকালে তাদের ময়মনসিংহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) পৃথক অভিযানে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের ইটাউলিয়া গ্রামের মৃত সমশের আলীর ছেলে মো. তারা মিয়া (৭০), কালিয়ান গ্রামের মৃত মেফর আলীর ছেলে মো. রুস্তম আলী (৮১)
এবং সোহাগী বাজার এলাকার মৃত হোসাইন আহম্মেদের ছেলে সৈয়দ মোস্তাফিজুর রহমানকে (৭২) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মো. তারা মিয়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ভাতাভোগী। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর ঈশ্বরগঞ্জ উপজেলার কালিবাড়ি রোড এলাকা থেকে একই অভিযোগে মো. শহীদুল্লাহ ফকিরকে গ্রেফতার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঈশ্বরগঞ্জের ১২ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
ওই মামলায় এরই মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এসআই