ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শনিবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
শনিবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

ঢাকা: সম্প্রতি দেশের সনাতন ধর্মালম্বীদের পূজা উৎসবকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার প্রতিবাদে শনিবার দেশব্যাপী গণঅনশন-গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

শুক্রবার (২২ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার যথার্থ অর্থে দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক মহলের চক্রান্ত প্রতিরোধে জনগণের ঐক্যবদ্ধ  ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে শনিবার (২৩ অক্টোবর) ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত  দেশব্যাপী প্রতি জেলা ও উপজেলায় গণঅনশন-গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকায় শাহবাগ চত্বরে এবং চট্টগ্রামে আন্দরকিল্লা চত্বরে এ কর্মসূচী অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১ 
আরকেআর/এসআইএস
  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।