ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা কমাতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা কমাতে

খুলনা: সড়ক দুর্ঘটনারোধে সকলস্তরের মানুষকে সচেতন হতে হবে। নিরাপদ সড়কের জন্য প্রয়োজন সুন্দর রাস্তা, দক্ষ চালক এবং পরিকল্পনা।

আমাদের দেশে ট্রাফিক সিগনাল না থাকা দুর্ঘটনার অন্যতম কারণ। পরিকল্পিতভাবে নগরকে গড়ে তুলতে পারলে দুর্ঘটনা অনেকাংশে কমবে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন।

মেয়র বলেন, স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই সংগঠন গড়ে তোলেন। সড়ক নিরাপত্তা নিশ্চিতে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করছেন তিনি। এজন্য ইলিয়াস কাঞ্চনকে ধন্যবাদ। ইলিয়াস কাঞ্চনের দাবির সঙ্গে একাত্বতা প্রকাশ করে সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের ঘোষণা দেয়।

শুক্রবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি এ স্লোগানকে সামনে রেখে খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার আলাচনা সভার আয়োজন করে।

খুলনা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইকবাল হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মণ্ডল।

বক্তব্য রাখেন নিসচার উপদেষ্টামণ্ডলীর সদস্য খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, বিআরটিএ এর খুলনা বিভাগের উপ-পরিচালক প্রকৌশলী একে এম মিজানুর রশীদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিচুজ্জামান, বিআরটিএ এর খুলনা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।

নিরাপদ সড়ক চাই খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব।

আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনা রোধে অবদান রাখায় ১০ জনকে জাহানারা কাঞ্চন স্মৃতি পদক দেওয়া হয়।

পদক প্রাপ্তরা হলেন- সড়ক দুর্ঘটনা রোধে অবদান রাখায় বিআরটিএ এর খুলনা বিভাগের উপ-পরিচালক প্রকৌশলী একে এম মিজানুর রশীদ, চ্যানেল ২৪ এর খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীন, মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল, দৈনিক সমকাল ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার হাসান হিমালয়, প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম মণ্ডল, দৈনিক যুগান্তর ও দৈনিক সময়ের খবরের রিপোর্টার মো. নূর ইসলাম রকি, অনলাইন নিউজ পোর্টাল খুলনা গেজেট, সমাজ সেবায় অবদান রাখায় শিল্পপতি খুলনা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল এবং নিজ অর্থায়নে সড়ক মেরামত করায় দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ।

এ সময় উপস্থিত ছিলেন নিসচাইয়ের সহ-সভাপতি আব্দুস সালাম শিমুল, সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন তালুকদার সোহাগ, মো. ইলিয়াস হোসেন লাবু, মো. রকিবউদ্দিন ফারাজী, অর্থ সম্পাদক মো. নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারহানা চৌধুরী কনিকা, দপ্তর সম্পাদক এম মোস্তফা কামাল, প্রচার সম্পাদক মো. সোলায়মান হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুম বিল্লাহ, ক্রীড়া সম্পাদক মো. মনিরুল ইসলাম সাগর, মহিলা সম্পাদক শিরিনা পারভীন, যুব বিষয়ক সম্পাদক আহসান পারভেজ তুরান, কার্য্যনির্বাহী সদস্য বনানী আফরোজা, তানিয়া সুলতানা, মো. আবু মুছা, মো. শামীম হোসেন, ইদ্রীস আলী মামুন, মো. ইসরাইল হোসেন, মো. আরাফাত হোসেন, বিপ্লবী কাজী খলিল, মোহাম্মদ মেরাজ আল সাদী ও পরিবহন শ্রমিক উইনিয়নের প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে ‘নিরাপদ যাত্রা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এক সংক্ষিপ্ত র‌্যালি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এমআরএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।