শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ আলী (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আলী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার হাজীপুর গ্রামের সন্দু ফকিরের ছেলে। সন্দু ফকির শ্রীপুরের চন্নাপাড়া এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় নিরাপত্তা প্রহরীর চাকরি করেন।
জানা গেছে, খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়ে ওই আঞ্চলিক সড়ক পার হচ্ছিল আলী। এ সময় একটি কাভার্ডভ্যানের (ঢাকা-মেট্রো-উ-১১-৪১০০) চাপায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এসআরএস