ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের মহিষাকুণ্ডু গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
পারভেজ হোসেন ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়িয়া গ্রামের চঞ্চল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মহিষাকুণ্ডু গ্রামের নির্মাণাধীন একটি বাড়ির ছাদে রড বাধার কাজ করছিল। এসময় হঠাৎ করে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে তার হাত লেগে যায়। সেসময় বিদ্যুতায়িত হয়ে দ্বিতীয় তলার থেকে নিচে পড়ে গুরুতর আহত হন পারভেজ। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এনএইচআর