মেহেরপুর: বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মেহেরপুরে ১০০ তালবীজ রোপণ করেছে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২২ অক্টোবর) সকালের দিকে জেলার গাংনী-হাটবোয়ালিয়া রাস্তার দুই পাশে এ তালবীজ রোপণ করা হয়।
তালবীজ রোপণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন।
এ সময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সহ-সভাপতি ইয়াসিন রেজা, শহিদুল ইসলাম শাহ, বাংলাদেশ ছাত্রলীগের কলাবাগান থানা শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মেহেরপুর জেলা শাখার সাংগাঠনিক সম্পাদক আজিজুল হক রানু, গাংনী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম অনুরাগী প্রমুখ।
তালবীজ রোপণ অনুষ্ঠানের উদ্বোধন করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
কেএআর