বেনাপোল (যশোর): বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া রুপা আক্তারকে (২৮) বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।
শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশে কাছে সোপর্দ করে।
রুপা ঢাকার ধামরায়ের মঙ্গল ব্যাপারির মেয়ে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার কর্মকর্তা এবিএম মুহিত জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে রুপাকে ভারতে পাচার করা হয়েছিল। পাচারকারী তাকে ভারতে নিয়ে ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে জোর করে ব্যবহার করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতের একটি বেসরকারি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনী প্রক্রিয়ায় সে দেশে ফেরার সুযোগ পায়।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ওই নারীকে আইনি সহয়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা এগিয়ে আসে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
জেডএ