ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ১২ হাজার মিটার জাল পুড়িয়ে বিনষ্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
লক্ষ্মীপুরে ১২ হাজার মিটার জাল পুড়িয়ে বিনষ্ট ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় মেঘনা নদী থেকে জব্দ করা প্রায় ১২ হাজার মিটার মাছ ধরার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।  

শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার মজুচৌধুরীরহাট ঘাটে জালগুলো পোড়ানো হয়।

দেওয়া হয়।  

মৎস্য প্রশাসন জানায়, গত কয়েকদিন থেকে মেঘনা নদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জেলেদের কাছ থেকে ১২ হাজার মিটার জাল জব্দ করা হয়।  

জেলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান বাংলানিউজকে জানান, মা ইলিশ রক্ষার্থে নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। তাই নদীতে সার্বক্ষণিক মৎস্য কর্মকর্তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিতায় গত দুই-তিন দিন নদীতে অভিযান চালিয়ে জেলেদের কাছ থেকে প্রায় ১২ হাজার মিটার মাছ ধরার জাল জব্দ করা হয়। সেগুলো শুক্রবার বিকেলে মজুচৌধুরীরহাট ঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।  

মা ইলিশ রক্ষায় গত ০৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২১ দিন লক্ষ্মীপুরের মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা ঘোষণা করে মৎস্য বিভাগ।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।