মানিকগঞ্জ: দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মানিকগঞ্জে সাবেক এক ইউপি সদস্যের (মেম্বার) নামে মামলা হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) সন্ধার দিকে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন বিপ্লব ওই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে সাবেক ওই ইউপি সদস্য ভিকটিমদের বাড়িতে যান। এ সময় সেখানে কাউকে না পেয়ে ঘরে ঢুকে তাদের যৌন নিপীড়ন করে এবং ভয় দেখায়। এরপর বাড়িতে শিশুদের পরিবারের লোকজন আসার বিষয়টি টের পেয়ে পালিয়ে যান। এর প্রায় আধঘণ্টা পর তিনি ফের ওই বাড়িতে এসে পান খেয়ে চলে যান। পরে দুই বোন (১০ বছর ও ১২ বছর) যৌন নি নিপীড়নের বিষয়টি তাদের মাকে জানায়। এরপর ওই রাতেই থানায় অভিযোগ করেন ভিকটিমদের বাবা।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, বিষয়টি জানার পর রাতেই ভিকটিমের বাড়িতে যাই। এরপর ওই রাতেই ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য ওয়াদুদ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘন্টা, ২২ অক্টোবর ২০২১.
এমএমজেড