ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নদী সাঁতরে ফেনসিডিল পাচারকালে গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
নদী সাঁতরে ফেনসিডিল পাচারকালে গ্রেফতার ৩ ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী ইছামতি নদী সাঁতরে ভারত থেকে মাদকদ্রব্য পাচারকালে ২৫ বোতল ফেনসিডিলসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২২ অক্টোবর) ভোররাতে দেবহাটা বাজারের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার সেকেন্দ্রা গ্রামের বাবর আলীর ছেলে বর্তমানে দেবহাটা সদরের বাসিন্দা জাহাঙ্গীর আলম গাজী ওরফে পাখি, দেবহাটা সদরের রমজান সরদারের ছেলে নাজমুল এবং একই গ্রামের মুসা মোড়লের ছেলে আব্দুল আলেক।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ বাংলানিউজকে জানান, একটি সংঘবদ্ধ মাদক চোরাকারবারী চক্র ইছামতি নদী সাঁতরে ভারত থেকে মাদকদ্রব্য পাচার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা বাজারসহ আশপাশের এলাকায় পুলিশের একটি অভিযানিক দল অবস্থান নেয়। ভোর ৫টার দিকে ইছামতি নদী সাঁতরে মাদকদ্রব্য নিয়ে বাংলাদেশের সীমানায় পৌঁছালে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।