ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রকাশনা বান্ধব, ফলে প্রকাশনার ক্ষেত্র বর্তমানে অনেক বিকশিত হয়েছে।
রাজধানীর একটি হোটেলে তরুণ লেখক সাদ ইসলামের 'হাউ টু বিকাম এ সাকসেসফুল স্টুডেন্ট' এবং 'ড্রিমি ড্রপস' গ্রন্থ দুটির প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শুক্রবার (২২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
অনুষ্ঠানে ড. মোমেন বলেন, ছাত্র-ছাত্রীদের সফলতার জন্য প্রচেষ্টা অব্যাহত থাকা প্রয়োজন। অনেক ভালো ছাত্র প্রচেষ্টা না থাকায় জীবনে সফলতার দেখা পায় না। শুধু শিক্ষার্থী নয়, ব্যক্তি জীবনেও যেকোনো মানুষের সাফল্যের জন্য এ প্রচেষ্টা এবং সময় ব্যস্থাপনা জরুরি।
তিনি বলেন, গ্রেড অর্জনের চেয়ে শিক্ষা অর্জন এবং শিক্ষাগত যোগ্যতার চেয়ে মানুষ হিসেবে সফলতা অর্জন বেশি গুরুত্বপূর্ণ।
কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রকাশনা উৎসবে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক ও গাজী টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা, তরুণ কথাসাহিত্যিক সাদাত হোসেন এবং লেখক সাদ ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- বই দুটির প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
টি আর/জেডএ