ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সালথায় লড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
সালথায় লড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

ফরিদপুর: ফরিদপুরের সালথায় ইটভর্তি লড়ির ধাক্কায় মহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার ফুকরা বাজারে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

মহিদুল উপজেলার ফুকরা গ্রামের উচমান মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, ফুকরা বাজার এলাকায় ইট ভর্তি লড়ির সঙ্গে ভ্যানের ধাক্কা লেগে ফুকরা গ্রামের মহিদুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা আকতার বাংলানিউজকে বলেন, গুরুতর আহত মহিদুলকে স্থানীয়রা উদ্ধার করে সালথা বাজার পর্যন্ত নিয়ে আসলে পরে তাকে আমার গাড়ীতে করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া যাই। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেলে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।