ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেনের ধাক্কায় মা ও ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
ট্রেনের ধাক্কায় মা ও ছেলে নিহত ছবি: প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই পরিবারের আরও দু’জন।

শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই ইউনিয়নের হাতিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঘারিন্দা রেল স্টেশন মাস্টার সোহেল রানা বাংলানিউজকে জানান,  এক ব্যক্তি তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে রেল লাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী ৭৯৮ নম্বর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই ব্যক্তি ও তার বড় ছেলে আহত হয়। নিহত হন তার স্ত্রী ও আরেক শিশু পুত্র।

নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের বাড়ি ময়থা গ্রামে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।