ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বসুন্ধরায় রূপায়ণের ‘কন্ডোমিনিয়াম লাইফস্টাইল’র যাত্রা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
বসুন্ধরায় রূপায়ণের ‘কন্ডোমিনিয়াম লাইফস্টাইল’র যাত্রা রূপায়ণের ‘কন্ডোমিনিয়াম লাইফস্টাইলের’ যাত্রা শুরু

ঢাকা: আনুষ্ঠানিকভাবে বসুন্ধরায় রূপায়ণ লেক ক্যাসেলে ‘কন্ডোমিনিয়াম লাইফস্টাইল’র যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড বসুন্ধরা আবাসিক এলাকায় ১০৭ কাঠা জমির ওপর নির্মিত সম্পূর্ণ কন্ডোমিনিয়াম রূপায়ণ লেক ক্যাসেলে এ অগ্রযাত্রা হলো।

কর্তৃপক্ষের আশা দ্রুত সময়ের মধ্যে স্বপ্নের ঠিকানা পরিপূর্ণ হয়ে উঠবে স্বপ্নবাজ আবাসন গ্রাহকদের পদচারণায়। ওয়েলকাম টু দ্য ল্যান্ড অব পিচ। সত্যিকার অর্থেই এক শান্তির ঠিকানা রূপায়ণ লেক ক্যাসেল। রাজধানীর বুকে বসুন্ধারা আবাসিক এলাকায় শতাধিক কাঠার ওপর নতুন এক স্বপ্ন বুনেছে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড।

এ কন্ডোমিনিয়াম পাঁচটি আবাসিক ভবনে ২৮৩টি ইউনিট রয়েছে। এখানে রয়েছে জিমনেসিয়াম, কমিউনিটি ম্যানেজমেন্ট রুম, সুইমিং পুল, সুপার সপ ও প্লে গ্রাউন্ডসহ আধুনিক আবাসনের সব সুবিধা। কন্ডোমিনিয়াম লাইফস্টাইলের অগ্রযাত্রায় ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল ও ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল।  

এছাড়া আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার আসিফ খান আযান, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার আবুল কালাম আজাদ, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান দেওয়ান, রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান, রাতুল প্রপার্টিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলী নুর, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস) এহসানুর রহমান, কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের হেড আনোয়ার হোসেন, কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট হেড প্রকৌশলী সাইফুল ইসলাম, সেলস কো-অর্ডিনেশন ডিপার্টমেন্ট হেড আবদুর রহিম এবং মার্কেটিং ডিপার্টমেন্টের ইনচার্জ তানভীর তন্ময়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।